করোনার জন্য এবার অন্যরকম ঈদুল  ফিতর উদযাপন করছেন দেশবাসী

করোনার জন্য এবার অন্যরকম ঈদুল  ফিতর উদযাপন করছেন দেশবাসী

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্ক : করোনার জন্য এবার অন্যরকম ঈদুল  ফিতর উদযাপন করছেন দেশবাসী । কোলাকুলি, হাত মেলানো থেকে বিরত থাকলেও সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে প্রাণহীন আনন্দ উৎসবে পবিত্র ঈদ উদযাপন করছেন দেশবাসী।

আজ শুক্রবার (১৪ মে) সকালে দেশের মসজিদে মসজিদে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরিক হন ধর্মপ্রাণ  মুসল্লিরা।

মোনাজাত শেষে করোনার কারণে চিরাচরিত ঈদের সেই কোলাকুলি, হাত মেলানো নেই।

দূর থেকে সালাম দিয়ে এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা বিনিময় চলে।