ঈদের দিন বাসের চাপায় ঝরে গেছে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ

ঈদের দিন বাসের চাপায় ঝরে গেছে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ ,ঈদের দিন বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে  বাসের চাপায় ঝরে গেছে দুইজনের প্রাণ। শুক্রবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাড়াহা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, সৌরভ (১৪) ও সজীব (১৫)। তারা উপজেলার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা।

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী  বলেন, বিকেলে ঘুরার জন্য একটি মোটরসাইকেল নিয়ে তিন কিশোর বের হয়েছিল। তারা কাড়াহা এলাকায় আসতেই হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব ও সৌরভ মারা যায়।

ওসি আরও বলেন, আহত অপর আরোহী নাহিদ আহমেদ বাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।

নিহতরা একে অন্যের চাচাতো ভাই। তারা তারাকান্দা উপজেলার প্রেসিডেন্সি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।