জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষক ও ব্যবসায়ীসহ তিনজন নিহত

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষক ও ব্যবসায়ীসহ তিনজন নিহত

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃজামালপুরের মাদারগঞ্জে ‘টিনের বেড়া সরাতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষক ও ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।  নিহতরা হলেন- সরিষবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সরিষাবাড়ী শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান রাজু (৪০), শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের মিন বেকারির মালিক মিন্টু মিয়া (২৮) ও একই বাজারের মাংস বিক্রেতা ইলিম উদ্দিন (৬২)।

তাছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে মাদারগঞ্জ থানার পরিদর্শক মো. শামসুল হুদা খান জানান।

উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম মিরন বলেন, রোববার রাতে ঝড়ে রাজুর বাড়ির টিনের একটি বেড়া খুলে পড়ে যায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজু বাজার থেকে মিন্টু ও ইলিমকে ডেকে নেন বেড়া ঠিক করার জন্য।

“টিনের বেড়া সরানোর সময় ওপরে ঝুলন্ত পল্লী বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন সবাই। স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পথে সবাই মারা যান।”

এছাড়া এ ঘটনায় সাখাওয়াত ও সুমন নামে স্থানীয় দুই ব্যক্তি আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিদর্শক শামসুল হুদা খান।