বিএমটিভি নিউজ ডেস্কঃময়মনসিংহ ডিবি’ পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবেলেটসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। ময়মনসিংহের ডিবির ওসি পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ এর নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল গফরগাঁও থানার গফরগাঁও উপজেলা হাসপাতালের মেইন গেইটের সামনে থেকে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবেলটসহ মাদক ব্যবসায়ী মাহফুজ ওরফে তাপস (৩৫) , সাং শিলাসী ঈমামবাড়ী, আশরাফুল ইসলাম (২৪) সাং তেতুলিয়া মোড়লবাড়ী, উজ্জল ওরফে ডিম উজ্জল (২৬) সাং শিলাসী , সর্ব থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।