গফরগাঁও(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ ঃ মোবাইলে অললাইনের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইজ ব্যবহার করে ই-ট্রানজেকশন করে জুয়া খেলার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা পুলিশ সাত জুয়ারিকে গ্রেফতার করেছে।শুক্রবার রাতে উপজেলার পাইথল ইউনিয়নের জয়ধরখালী এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় পুলিশ তাদের কাছ থেকে ২২টি মোবাইর সেট উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হল-হাবিবুল্লাহ(২৮), আনিছুর রহমান(১৮), আরিফুল ইসলাম (১৯), ইকবাল আহাম্মেদ (২১) রাজিব(১৯), রানা(১৮), রবিন(১৮)। গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান,গ্রেফতারকৃত জুয়ারিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরে পর আদালতে সোপর্দ করা হয়েছে।