ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫ জুয়ারি গ্রেফতার

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫ জুয়ারি গ্রেফতার

bmtv new No Comments

বিএমটিভি নিউজঃ,ময়মনসিংহ ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়ারি গ্রেফতার করেছে।  ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার জানান, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ গত ২৫ মে রাতে অভিযান চালিয়ে ময়মনসিংহের ফুলপুর থানার মারুয়াকান্দি থেকে টাকা বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি মোঃ আবুল খায়ের @ সৈইলেন (২৮), সাং-ছোট চিলাগাই, নুরুল ইসলাম (৫০), এছাক আলী (৪৫), উভয় সাং- মারাকান্দি, কিতাব আলী (৫১), সাং-পুরা পুটিয়া, সর্ব থানা-ফুলপুর, নজরুল ইসলাম (৫২), সাং-কুতিকুড়া (উলাকান্দা), থানা- হালুয়াঘাট, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।