You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার উকিলবাড়ী মোড় থেকে দেড় বছর আগে ২২১টি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা উদঘাটন করল ডিবি পুলিশ। দীর্ঘ ০১ বছর ০৫ মাস তদন্ত করার পর মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হন। ঘটনায় জড়িত সন্দেহে হাসান হৃদয় (২৭),মোঃ বিজয় (২২), ও তরিকুল ইসলাম (৩০) নামে ৩ জন আসামীকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা চুরির ঘটনা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ ২৮মে ময়মনসিংহ ০৩ নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুম মিয়া, আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে এই ধরনের গ্যাস সিলিন্ডার চুরি করে আসছিল বলে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। চোরাই মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫ এর অধিক করে মামলা রয়েছে।
ডিবির পুলিশ জানান, গত ২০ জানুয়ারি’২০২০ দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার উকিলবাড়ী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ভাই ভাই টেডার্স নামে বাদীর পেট্রোম্যাক্স এল,পি,জি সিলিন্ডার গ্যাসের গোডাউন শার্টার ও কেচি গেইটের তালা কেটে ২২১ টি গ্যাস সিলিন্ডার চুরি সংঘটিত হয়। যার অনুমান মূল্য ৫ লক্ষ টাকা। মামলাটি ডিবিতে হস্তান্তরের পর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ তত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ সোহরাব আলী অভিযান চালিয়ে জড়িত ৩জন গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মোঃ হাসান হৃদয় (২৭), পিতা-মোঃ এনায়েত মোল্লা, সাং-পশ্চিম কাকল,থানা-শিবচর, জেলা-মাদারীপুর, বর্তমান ১৬/১ গুরুদাস সরকার লেন নারিন্দা, থানা-গেন্ডারিয়া, ঢাকা মহানগর ঢাকা, মোঃ বিজয় (২২),পিতা-মোঃ আমজাদ,সাং-কোদালধোয়া,থানা ও জেলা-মুন্সিগঞ্জ,বর্তমান শহিদ নগর ৩নং গলি, থানা-সদর, জেলা-নারায়নগঞ্জ, তরিকুল ইসলাম (৩০),পিতা-মৃত আনছার উদ্দিন সরকার,সাং-পাটুককান্দি,থানা ও জেলা-মাদারীপুর,বর্তমান বাসা নং-৩০৩/৭ মানিকনগর নতুন রাস্তা,ইটালী বিল্ডিং এর পাশে (মতিউর রহমান এর বাসার ভাড়াটিয়া) ঢাকা মহানগর, ঢাকা।