নান্দাইলে  ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী আ, লীগ নেতা  নিহত

নান্দাইলে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী আ, লীগ নেতা নিহত

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহে রাস্তার ওপর উল্টে পড়ে থাকা ট্রাকে মোটরসাইকেল ধাক্কা খেয়ে আ, লীগ নেতা মাসুদুর রহমান বাবুল (৫০) নিহত হয়েছেন। তিনি মুশুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তারঘাট বাজারের পাথর ব্যবসায়ী। নিহত  বাবুল (৫০) উপজেলার পাছ-মুসুল্লি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

নান্দাইল উপজেলার তারঘাট বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে সোমবার ভোরে তিনি এই দুর্ঘটনায় পড়েন বলে নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান।

তিনি বলেন, রাতের কোনো একসময় একটি ট্রাক তারঘাট ব্রিজের উত্তর পাশে উল্টে পড়ে। আর ভোরের দিকে মাসুদুর রহমান বাবুল মটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান। মটরসাইকেলটি উল্টে থাকা ট্রাকে ধাক্কা খায়।

স্থানীয়রা বাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।