জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত পরীক্ষা ১৩ জুন থেকে শুরু

জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত পরীক্ষা ১৩ জুন থেকে শুরু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের স্থগিত পরীক্ষা আগামী ১৩ জুন থেকে শুরু হবে।

বুধবার (০২ জুন) বুধবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩৪তম জরুরী একাডেমিক কাউন্সিলের সভা থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্ব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়‚ন কবীরের সঞ্চালনায় সভায় কমিটির সদস্যরা পরীক্ষা কার্যক্রম চালুসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ বিষয়ে রেজিস্ট্রার দপ্তর প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, ১৩ জুন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে কোর্স সম্পন্ন হওয়া পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে, সব বিভাগ কোর্স শেষ হওয়া পরীক্ষা গ্রহণ করতে পারবে।

পরীক্ষা গ্রহণের সময় প্রস্তুত থাকবে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হল খোলা হবে না। কিন্তু ব্যবস্থা থাকবে পরিবহন সেবার। বিভাগের চাহিদা অনুযায়ী পরীক্ষার সময় পরিবহন সুবিধা প্রদান করবে পরিবহন দপ্তর।

একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ বিভিন্ন বহিস্থ ও অভ্যন্তরীণ সদস্যগণ, অনুষদীয় ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তাসহ অন্যান্যরা স্বশরীরে ও অনলাইনে সংযুক্ত ছিলেন।