You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে পুলিশি বাধায় শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড হয়েছে । নগরীতে পৃথক দুটি মানববন্ধন হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়াতেই দেয়নি পুলিশ। সোমবার (০৭ জুন) বিকেলে একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সকাল ১১টায় নগরীর আনন্দমোহন কলেজ গেটের সামনে মানববন্ধন হওয়ার কথা ছিল।
অনলাইন প্রচারণার মাধ্যমে এ খবরটা জেনে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ এসে মানববন্ধন করতে দেবে না বলে জানিয়ে দেয় তাদের। পরে বাধার মুখে সেটি পণ্ড হয়ে যায়।
এদিকে দুপুর ১২টায় নগরীর গাঙ্গিনারপাড় মোড়স্থ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে একই দাবিতে আরেকটি মানববন্ধন হওয়ার কথা ছিল। পুলিশের নিষেধাজ্ঞায় সেটিও করতে পারেননি শিক্ষার্থীরা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, কিছু ছাত্র মানববন্ধন করতে চেয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা চিন্তা করে তাদের জড়ো হতে দেওয়া হয়নি। পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছে।