ফুলপুর-বালিয়া সড়ক এখন মরণফাঁদঃ জনদুর্ভোগ চরমে

ফুলপুর-বালিয়া সড়ক এখন মরণফাঁদঃ জনদুর্ভোগ চরমে

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে মরণফাঁদে পরিণত হয়েছে ফুলপুর টু বালিয়া পাকা সড়ক। এ সড়কটি ফুলপুর সদর থেকে বওলা, ধোবাউড়া, পুর্বধলা পর্যন্ত এবং মুন্সিরহাট হতে শাকুয়াই বাজার হয়ে বালিয়ার মাঝখান দিয়ে তারাকান্দায় গিয়ে মিশেছে।

বিশেষ করে বালিয়া চেয়ারম্যান বাড়ি চৌরাস্তায় সড়কের পিচ সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পথচারীদের জন্য এটি খুবই বিপদজনক। প্রতিদিন এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলছে। গর্তে পড়ে যানবাহন আটকে যাচ্ছে, ইঞ্জিনে পানি ঢুকে যন্ত্র বিকল হয়ে যাচ্ছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ সমস্যা দীর্ঘদিনের কিন্তু তা সমাধানের কোন উদ্যোগ নেই।
ধোবাউড়া, গোয়াতলা হতে বালুবাহী শতশত ট্রাক প্রতিদিন বালিয়া হয়ে ফুলপুর ও তারাকান্দায় চলাচল করে থাকে। এ বহুল ব্যবহৃত সড়কটিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ও সড়কটি প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় ভারী যানবাহনের চাপে বহু জায়গায় দেবে গেছে ও খানাখন্দে পরিণত হয়েছে।

এ ব্যাপারে বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার বলেন, ‘রাস্তাটি সংস্কারের জন্যে বার বার দাবি জানিয়ে আসছি কিন্তু আজও সংস্কার না হওয়ায় ছাত্র-ছাত্রীসহ কয়েক গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছেন।’ এদিকে, উপজেলা প্রকৌশলী মামুন অর রশিদ বলেন, ‘খুব দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’