You must need to login..!
Description
বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের নান্দাইলে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ ও এক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় বিকাশ এজেন্ট মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুন) নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সজিব রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল বুধবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার সিংরইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, ‘সিংরইল বাজারে ভাতার সাড়ে ৪ হাজার টাকা তুলতে গিয়ে বিকাশ এজেন্ট মকবুল হোসেনের দ্বারা প্রতারিত হন প্রতিবন্ধী আব্দুস সালাম। গোপন পিন নাম্বার প্রয়োগ করে টাকা হাতিয়ে নেন মকবুল। সালামকে জানিয়ে দেন তার টাকা আসেনি। পরে মোবাইল নিয়ে সমাজসেবা অফিসে গেলে টাকা উত্তোলন করা হয়ে গেছে বলে জানতে পারে সালাম। এ নিয়ে থানায় অভিযোগ দিলে সালামকে রাস্তার আটক করে মারধর করে মকবুল ও তার সহযোগীরা।
এ ঘটনার পরদিন (২ জুন) দুজনকে আসামি করে থানায় মামলা করেন সালাম। বুধবার (৯ জুন) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মকবুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ওসি সজিব রহমান আরও বলেন, ‘মকবুলের বিরুদ্ধে একাধিক মানুষের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সব বিষয়ে তদন্ত করা হচ্ছে। সেই অনুযায়ী মামলার চার্জশিট দেওয়া হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ভুক্তভোগী প্রতিবন্ধী আব্দুস সালাম বলেন, ‘ঘটনার কয়েকদিন পরে হলেও মকবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি অন্যদেরও গ্রেপ্তার করা হবে। এসব ঘটনার যেন সুষ্ঠু তদন্ত দাবি।’