ময়মনসিংহে  ৫টি অটোরিক্সাসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার,

ময়মনসিংহে ৫টি অটোরিক্সাসহ চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার,

BMTV Desk No Comments

 

শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার  ঃ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপার নিদের্শে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ দীর্ঘ অভিযান চালিয়ে ৫টি অটোরিক্সাহ অটো চোর সিন্ডিকেট চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হচ্ছেন নেত্রকোনার খালিয়াজুড়ির অজয় চন্দ্র দেবনাথ (৩৫), ময়মনসিংহ সদরের মোঃ সাইদুল ইসলাম (২৯), মোঃ রাসেল (২৬), মোতালেব (৪৪), ,মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫), মুক্তাগাছার মোঃ আশরাফুল (৩৫) সর্ব জেলা-ময়মনসিংহ। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টায় কোতোয়ালী থানার ঘাগড়া আপনবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে ০৫টি চোরাই অটো উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়াছে। গ্রেফতারকৃতদের আজ বিজ্ঞ আদালতে সোর্পদ করে ১০(দশ) দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

এছাড়াও ডিবি’র অভিযানে ১৬ গ্রাম হেরোইনসহ ৩ মাদকাসক্ত ছিনতাইকারী গ্রেফতার। গতরাতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন ত্রিশাল বাসষ্ট্যান্ড থেকে মাদকাসক্ত ছিনতাইকারী নগরীর কুষ্টপুরের সোহেল (৩৫), বুলু (২৭), কাচিঝুলির ইটাখলার
মোঃ শহিদুল ইসলাম (৩২), , জেল-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।##