নান্দাইলে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধার মৃত্যু

নান্দাইলে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধার মৃত্যু

bmtv new No Comments

বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের নান্দাইলে রসুলপুর-আঠারবাড়ি সড়কে মোটরসাইকেল চাপায় সখিনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রসুলপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী ।  শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার রসুলপুর-আঠারবাড়ি আঞ্চলিক সড়কের রসুলপুর মাদরাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়,সকালে নিজ বাড়ি থেকে অদূরে ছেলে আব্দুর রশিদের বাড়িতে যান সখিনা খাতুন। দুপুর ১২টার দিকে নিজ বাড়ি ফেরার সময় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজিব রহমান জানান, এ ঘটনাটি থানায় কেউ জানায়নি। খোঁজ খবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে ।