দিনভর ব্যাংকের টেবিলের নীচে লুকিয়ে থেকে রাতে চুরির সময় যুবক আটক

দিনভর ব্যাংকের টেবিলের নীচে লুকিয়ে থেকে রাতে চুরির সময় যুবক আটক

bmtv new No Comments

বিএমটিভি নিউজঃচুরি করার উদ্দেশ্যে কৌশলে সবার অগোচরে কৃষি ব্যাংকের টেবিলের নিচে সারাদিন লুকিয়ে থাকার পর মঙ্গলবার (১৫ জুন) রাতে চুরির প্রস্তুতিকালে আটক হয়েছে শামীম (২৮) নামে এক যুবক। শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর সড়কের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংকের কুসুমহাটি বাজার শাখায় এ ঘটনা ঘটে।

আটক শামীম শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামের জনৈক আব্দুল খালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শামীম মঙ্গলবার চুরি করার উদ্দেশ্যে কৃষি ব্যাংকের কুসুমহাটি বাজার শাখায় আসে। এরপর কর্মকর্তা-কর্মচারীদের অগোচরে ব্যাংকের ভেতরে ঢুকে একটি টেবিলের নিচে লুকিয়ে থাকেন। এদিকে কর্মকর্তা ও কর্মচারীরা কাজ শেষে বিকেলে ব্যাংক তালাবদ্ধ করে বাড়ি চলে যান।

ব্যাংকের সিকিউরিটি গার্ড মো. আনোয়ার হোসেন প্রতি রাতের মতো দায়িত্ব পালন করতে তার মোবাইল ফোন মাথার কাছে রেখে বিছানায় শুয়ে পড়েন। হঠাৎ রাত দেড়টার দিকে জেগে দেখেন তার মোবাইল ফোন এবং ব্যাংকের গেটের চাবি নেই। তখন বিছানা থেকে দাঁড়ানো মাত্র শামীম তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ সময় আনোয়ারের চিৎকারে কুসুমহাটি বাজারের লোকজন ব্যাংকের প্রধান গেটে জড়ো হয়। পরে সদর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল গিয়ে শামীমকে আটক করে এবং সেই সঙ্গে আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।