ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ৬জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ৬জনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রির্পোটারঃ বিএমটিভি নিউজঃ  গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে দুইজন ও করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন, টাঙ্গাইলের বাসিন্দা হাসমত আলী (৪০) ও জামালপুরের বাসিন্দা আব্দুল হাই (৭৭)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন, হৃদয় মিয়া (২২), আজিজ (৭৫), রফিকুল ইসলাম (৪৫) ও খোদেজা বেগম (৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন।
তিনি আরও বলেন, করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সে সঙ্গে নিয়মিত বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সুত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৪৪ টি নমুনা পরীক্ষা করে জেলার ২৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর ১০ জন, ত্রিশালে ২ জন, ভালুকায় ১ জন, ফুলবাড়িয়ায় ১ জন, তারাকান্দা ১ জন ও হালুয়াঘাটে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।