ময়মনসিংহ ডিবির হাতে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ডিবির হাতে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রির্পোটারঃ বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ।

ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার জানান, এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ গতকাল রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রেলীর মোড় হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এরশাদ আলী (৩৮), সাং নিশ্চিন্তপুর থানা কসবা, জেলা ব্রাহ্মনবাড়ীয়া জসিম মীর (৩৮), সাং-দিলালপুর, (সিংরাইল) থানা নান্দাইল ময়মনসিংহ এবং এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ গতরাতে ত্রিশাল থানার বাঘাদড়িয়া থেকে ১০ পিস ইযাবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আশরাফুল আলম (৩২), সাং-বাঘাদাড়িয়া বেপারী বাড়ী, থানা-ত্রিশাল, ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।