প্রধানমন্ত্রীর ঘোষনা একজন ভুমিহীনও গৃহহীন থাকবে না -জেলা প্রশাসক

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ প্রধানমন্ত্রীর ঘোষনা একজন ভুমিহীনও গৃহহীন থাকবে না, পর্যায়ক্রমে দেশের সকল ভুমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হবে। প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন সম্পর্কে প্রেস ব্রিফিংকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক একথা বলেন । আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং কালে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গাঁলিভ খান,অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালী আগামী ২০ জুন একযোগে আনুষ্ঠানিক ভাবে ময়মনসিংহ জেলার ৬৪৫ টি ঘর হস্তান্তর করবেন। ময়মনসিংহে প্রথম পর্যায়ে ১৩০৫টি ঘর হস্তান্তর করা হয়। পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও করা হবে। উপজেলা ভিত্তিক সদরে ৭৫, মুক্তাগাছায় ৪৫, ফুলবাড়ীয়ায় ৭০, ত্রিশাল ৪০, ভালুকায় ৮০, গফরগাঁওয়ে ৭০, নান্দাইলে ১০, ঈশ্বরগঞ্জে ৯০, গৌরীপুরে ২৫, তারাকান্দায় ৪০, ফুলপুরে ৩০, ঞালুয়াঘাচট ৪০, ধোবাইড়ায় ৩০টি সেমিপাকা ঘর দেয়া হবে। সদর উপজেলায় এবার ১৫ জন তৃতীয় লিঙ্গের মানুষকেও ঘর দেয়া হচ্ছে। বারান্দা, বাতরুম, রান্নাঘরসহ ২ কক্ষ বিশিস্ট প্রত্যকটি ঘর নির্মাণ ব্যয় হয়েছে ১লাখ ৯০ হাজার টাকা।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার