বাংলাদেশের ক্রিকেটারদের বেতন বাড়ছে

image

You must need to login..!

Description

 

শফিকুল ইসলামঃনতুন কেন্দ্রীয় চুক্তিতে জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। করোনাকালে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর ক্রিকেটারদের বেতন কমেছে, সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের বেতন বাড়ছে। বিষয়টি আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডের খেলোয়াড় বলেন, কর্মশ বাড়ানোর জন্য।

এ বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। কিন্তু কেন্দ্রীয় চুক্তির বিষয়টি অনেক দিন ধরেই ঝুলে আছে। কথা ছিল গত ১৫ জুন বোর্ড সভা শেষে ঘোষণা করা হবে কেন্দ্রীয় চুক্তি। জানা যাবে কারা চুক্তিতে থাকছেন, কারা থাকছেন না। কিন্তু কোন ক্রিকেটার কোন সংস্করণে খেলতে চান, সে ব্যাপারে মতামত জেনেই চুক্তি ঘোষণা করতে চায় বিসিবি। যার জন্য বিসিবির এত অপেক্ষা।

এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সঙ্গে বসেছি। আমাদের যা কিছু জানার ব্যাপার ছিল তো আমরা জেনেছি। আমরা দুই-একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে ওরা কে কোন সংস্করণে খেলতে আগ্রহী সেটা জানতে পারলেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলব।’কর্তা বলেন, সবার বেতন কমছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে (নাজমুল হাসান) অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাং

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার