You must need to login..!
Description
শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজঃ হত্যার ২দিনের মধ্যে নান্দাইলে ব্যবসায়ী জাহিদ মিয়া তালুকদার (২৮) হত্যার রহস্য উদঘাটন করলো ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ) । ডিবি পুলিশ গত ২০ জুন ঢাকা থেকে জাহিদ হত্যাকান্ডের সাথে জড়িত ৪ ঘাতককে গ্রেপ্তার করে । গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে তাকে ব্যবসায়িক টাকার জেরে হত্যা করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন হবিগঞ্জ,জেলার বানিয়াচং থানার মুরাদ নগরের মোঃ নাঈম ইসলাম (১৯), ঢাকা ডিএমপি দক্ষিণখান থানার কোর্টবাড়ী এলাকার হুসেন আলী (২১),ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নারায়ণপুর গ্রামের রাসেল মিয়া (১৯) ও মোঃ সুমন মিয়া (১৯) । এরা ঢাকায় ভাড়া বাসায় থাকে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গানপুর গ্রামের ব্যবসায় জাহিদ মিয়া তালুকদার (২৮)এর হাত-পা বাঁধা মৃতদেহ গত ১৮ জুন নান্দাইল থানার অরণ্য পাশা এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই আসাদ মিয়া তালুকদার (৩২) এর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নান্দাইল থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার মামলা নং ৩০(৬)২১)। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার ধরন বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করে এবং ৪ জন খুনীকে সনাক্ত করতে সক্ষম হয়। ঢাকার মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে সনাক্ত ০৪ জনকেই ২০ জুন গ্রেফতার করতে সক্ষম হয় । এসময় তাদের কাছ থেকে ভিকটিমের দুটি মোবাইল সেট উদ্ধার করে। আসামি নাঈমের সাথে জাহিদের ব্যবসায়ীক টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে খুনিরা ঢাকা থেকে এসে তাকে হত্যা করে আবার ঢাকায় চলে যায়।