এমপি পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার বিএমটিভি নিউজ ॥  দীর্ঘদিন যাবৎ এমপি পরিচয়ে চাকুরী দেওয়ার নামে প্রতারনার অভিযোগে শুলশান আরা খানম (৪৪) ও জহির উদ্দিন বাবুল (৫৫) কে ময়মনসিংহ ডিবি পুলিশ গ্রেফতার করেছে। আজ বুধবার সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুলশান আরা খানম বর্তমান নগরীর -সেনবাড়ী মসজিদ সংলগ্ন (সোহানের বাসার ভাড়াটিয়া), সে নেত্রকোণা, জেলার পূর্বধলার সাহুদকোনার আব্দুল শহিদ খান পাঠানের মেয়ে, তার,স্বামী মৃত-হায়দার আলী খান, আটপাড়ার  থানার ঘাগড়া গ্রামের। গ্রেফতারকৃত জহির উদ্দিন বাবুল (৫৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের হালিমপুর মৌলানা বাড়ির ডাঃ মাহতাব উদ্দিন আহাম্মদ ছেলে।

ময়মনসিংহ ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃরা নেত্রকোনার জেলায় সহজ সরল মহিলাদের লক্ষ্য করে ফাঁদে ফেলে তাদের আত্নীয়স্বজন ও ছেলে মেয়েদেরকে চাকুরী দেওয়ার কথা বলে প্রতারনা করে আসছিল । শুলশান আরা সরকারের উচ্চ পর্যায়ে পরিচয় লোক আছে বলে বিশ্বাস স্থাপনের জন্য ফোন দিয়ে অপর প্রান্তে এমপি পরিচয়ে লাউড স্পীকারে কথা বলে আশ্বস্ত করে । সাধারণ মানুষ চাকুরীর আশায় প্রতারক শুলশান আরা খানমকে টাকার অংক বিহীন চেক প্রদান করে। পরবর্তীতে গুলশান আরা তার ইচ্ছামত চেকে টাকার অংক বসিয়ে চেকের টাকা উত্তোলনের জন্য প্রতারক মোঃ জহির উদ্দিন বাবুল (৫৫) এমপি পরিচয়ে বিভিন্ন দফতরে তদবীর করে। তেমনি ভাবে প্রতারক শুলশান আরা খানম এর বিরুদ্ধে অভিযোগ তদন্তকালে প্রতারক চক্রটি ডিবির হাতে ধরা পড়ে। কথিত এমপি পরিচয়দানকারী জহিরউদ্দিন বাবুলকে ঢাকার ফকিরাপুল থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার জন্য তারা এ কাজ করে আসছিল। এব্যাপারে প্রতারনার স্বীকার আফরোজা আক্তার বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

এছাড়াও যারা প্রতারনার শিকার হয়েছেন তারা হলেন, ময়মনসিংহের-কোতোয়ালী থানার, ৩/১ বাউন্ডারী রোডের মুহাম্মদ নজরুল ইসলাম স্ত্রী আফরোজা আক্তার (৩৩) , মোঃ সাইফুর রহমানের কন্যা জান্নাতুল ফেরদৌস ও সাখাওয়াত উল্লাহ,,সানকিপাড়ার ইসরাত জাহান ইভা, ও কিশোরগঞ্জের ফিরোজ লাইব্রেরী মোড়ের আজাহার হোসেনের কন্যা ফাতিমা হোসাইন, করিমগঞ্জ থানার ছনকান্দার আব্দুল হাইয়ের পুত্র শরীফ হোসাইন । ##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার