মতিউল আলম ঃ
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার করোনার সম্মুখযোদ্ধা মোঃ আবু জাহেদ (৫৮) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। করোনায় আক্রান্ত হয়ে আজ রোববার পৌণে ১২টায় দিকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেছেন।
ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির জানান, মোঃ আবু জাহেদ,( বিজে নং-০২৬২৯১০১১৯) সিনিয়র জেল সুপার। সে মেহেরপুর জেলা সদর, থানাপাড়া থানা রোড এলাকার পিতা- মৃত আঃ করিম বিশ্বাস, মাতা- মৃত ফজিলাতুন্নেছা, এর ছেলে। মুত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। নিজ গ্রামে তার দাফন করা হবে । ১৯৯১ সালে ৬ মার্চ তিনি ডেপুটি জেলার হিসেবে ১ম যোগদান করেন।
ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির আবু জাহেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন বাংলাদেশ জেলের এই গর্বিত সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকাহত তাঁর প্রিয় পরিবার-পরিজন।তাঁর শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানান, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
###