অপহরনের র্দীঘ ৫ মাস পর কলেজ ছাত্রী উদ্ধার

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম ,বিএমটিভি নিউজঃ  অপহরনের র্দীঘ ৫ মাস পর হালুয়াঘাটের কলেজ ছাত্রী আলপনাকে গতকাল মঙ্গলবার আনুমানিক ভোর ৪টায় দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে অপহৃত ভিকটিম কলেজ ছাত্রী আলপনাকে উদ্ধার করেছে ময়মনসিংহের পিবিআই।
পিবিআই জানায়, আলপিনা খাতুন (২০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের বাানিহালা গ্রামের মোঃ ইউনুছ আলীর মেয়ে। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ১ বর্ষের ছাত্রী ছিল। ভিকটিম আলপনা তারাকান্দা মসজিদ রোডে কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার র্কোস করার জন্য যাওয়া আসা করাকালে ১ বিবাদী এনায়েতুর রহমান খান অপু তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে উত্ত্যপ্ত করত । ঘটনার দিন অর্থাৎ ৩১ জানুয়ারী ২০২১ আনুমানিক বিকাল ৪ টায় সময় ভিকটিম আলপনা খাতুন তারাকান্দা মজজিদ রোডে কম্পিউটার ট্রেনিং হতে বাড়ি ফেরার পথে ১নং বিবাদী এনায়েতুর রহমান খান অপু তার সহযোগিদের নিয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরন করে ময়মনসিংহের দিকে নিয়ে যায়। ভিকটিমকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে ভিকটিমের চাচা মোঃ শামছুল হক বাদী হয়ে এনায়েতুর রহমাান অপুসহ তার সহযোগি আরোও ০৩ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে সিআর মামলা নং ২০/২০২১ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) ্এর ৭/৩০ এ দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।
এই অভিযুগের ভিত্তিতে পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধানে পিবিআই ইনর্চাজ গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে পুলিশ পরির্দশক মোঃ দেলোয়ার হোসেন মামলাটির তদন্ত করেন ।
তদন্তকারি কর্মর্কতা চাঞ্চল্যকর অপহরনের ঘটনাটি উদঘাটন করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালায়। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিতিত্তে ও প্রযুক্তির সহায়তায় প্রথমে ভিকটিমের অবস্থান নিশ্চিত করে গতকাল ২৩জুন ২০২১ ভোরে আনুমানিক ৪ টায় গাজীপুর চৌরাস্তা থেকে বিবাদী এনায়েতুর রহমান খান অপুর ভাড়া বাসা থেকে ভিকটিম আলপিনাকে উদ্ধার করে ।
ভিকটিম আলপনা খাতুনকে ২৩জুন ২০২১ তারিখ বিজ্ঞ আদালতে র্সোপদ করা হলে সে সেচ্ছায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি প্রদান করে ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার