কলেজ ছাত্র ইকবাল হত্যার রহস্য উদঘাটনঃ ১জন গ্রেফতারঃ আদালতে স্বীকারোক্তি

কলেজ ছাত্র ইকবাল হত্যার রহস্য উদঘাটনঃ ১জন গ্রেফতারঃ আদালতে স্বীকারোক্তি

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ  জেলার তারাকান্দা থানার পলাশকান্দা গ্রামের আব্দুর রউফ এর ছেলে কলেজ ছাত্র শাহীনুর আলম ইকবাল (১৯) হত্যার রহস্য উদঘটিন করলো ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনায় জড়িত একই গ্রামের -হাজী আব্দুল মান্নান @ আদু বেপারীর ছেলে সন্দেহভাজন আব্দুল হেলিম (৪৫) কে গতকাল বৃহস্পতিবার গ্রেফতারের পর ইকবাল হত্যার রহস্য উদঘাটিন হয়। উক্ত আসামী নিজেকে জড়িয়ে হত্যার বিবরন দিয়ে আজ ০৬ নং আমলী বিচারীক আদালত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আক্তার এর নিকট স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। পারিবারিক বিরোধের জেরে পূর্ব পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড সংঘটিত হয়।

ডিবির ওসি শাহ কামাল জানান, গত ৩১মে’২১ কলেজ ছাত্র শাহীনুর আলম ইকবাল রাত ১০টার দিকে খাবার খেয়ে পাশের দোকানে যায়। সেখান থেকে সে আর বাড়ী ফেরেনি। পরের দিন তারাকান্দা থানায় নিখোঁজ জিডি করে তার বাবা। ৫ দিন পর নিখোঁজ কলেজ ছাত্রর মৃতদেহ পলাশকান্দা একটি হাউজিং প্রজেক্টের সেফটি ট্যাংকির ভিতর থেকে উদ্ধার হয়। এ ঘটনার মৃতের বড় ভাই মোঃ সেলিম মিয়া (৩৫) এর অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
পুলিশ সুপার আহমার উজ্জামান নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ, ময়মনসিংহ তদন্তকালে ঘটনার ২০ দিনপর সন্ধিগ্ধ আসামী মোঃ আব্দুল হেলিম (৪৫), কে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটিত হয়।