You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ জামালপুরের মাদারগঞ্জে শাহিদা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার দায়ে দুই ভাসুরসহ ভাসুরপুত্রের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা রবিউল কাশেম (৫৯), আমিনুর রহমান (৪৬) ও নিক্সন (৩৬)। সোমবার (২৮ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ আদালতে এই রায় দেন বিচারক মো.জুলফিকার আলী খাঁন।
হত্যা মামলায় মামলার রায় বিবরণী সূত্রে জানা যায়, ২০০৩ সালে আবদুস সালামের ছেলে শাহিন মিয়ার সঙ্গে ভেলামারী গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে শাহিদা আক্তারের বিয়ে হয়। দুই সন্তান হওয়ার পর ২০০৭সালে স্ত্রীকে নিজবাড়িতে রেখে সৌদি আরব যান শাহিন। সৌদি থেকে শাহিন স্ত্রীর নামে টাকা পাঠালে সেই টাকা নিয়ে ভাসুর রবিউল কাশেম, আমিনুর রহমান ও ভাসুরপুত্র নিক্সনের মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনার এক পর্যায়ে ২০১০ সালের ২০ জানুয়ারি বুধবার সকালে শাহিদাকে মারপিট করে নাক, মুখ ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে তারা।
শাহিদার বাবা ২০১০ সালের ১৯ ডিসেম্বর সন্দেহভাজন রবিউল কাশেম, আমিনুর রহমান ও রবিউল কাশেমের ছেলে নিক্সনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
১৭ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে ৩০২/৩৪ ধারার অপরাধে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এই রায় দেন।