মসিকের  বকেয়া কর মওকুফ ও নতুন কর ৪০% কমানো ও কাঁচাবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের সিদ্ধান্ত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) বকেয়া কর মওকুফ ও নতুন কর ৪০% কমানো হয়েছে। আজ বেলা ২ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে  হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এই  সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি আরো জানান, ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হিসেবে দাবিকৃত হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। * ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দাবিকৃত কর হতে ৪০% হ্রাসকরণ করা হবে। ও ২০২০-২০২১ অর্থবছরের আদায়যোগ্য হোল্ডিং করের উপর ১০% অতিরিক্ত রিবেট প্রদান করা হবে। । এছাড়া আপত্তি ফরমের মূল্য ৬০০/- থেকে ২০০/- টাকায় পুনঃনির্ধারণ এবং ইতোমধ্যে যারা ফর্ম ক্রয় করেছেন তাদের ফর্মের অতিরিক্ত মূল্য ট্যাক্সের সাথে সমন্বয় করা হবে । এছাড়া, ঋণের মাধ্যমে বাড়ি নির্মাণ করলে, অধিক পুরাতন বাড়ি হলে, তথ্য বা পরিমাপগত ভুল থাকলে রিভিউয়ের মাধ্যমে বিবেচনার যোগ্য হবেন । সকল কাঁচাবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ।

সভায় প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নতুন সিটি হওয়ার পর নতুন করে ৩ থেকে ৪গুণ কর বৃদ্ধির ফলে সিটি নাগরিকরা কর কমানোর জন্য তারা জোর দাবী জানান। দাবীর প্রেক্ষিতে জনপ্রিয় মেয়র ইকরামুল হক টিটু নাগরিকদের প্রতি সম্মান জানিয়ে কর কমানোর আশ্বাস দেন। আজকের সভায় সার্বিক বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম এসেসমেন্টের মাধ্যমে আরোপিত হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হওয়ায় তা করে নাগরিকদের সহনীয় পর্যায়ে পূনঃনির্ধারণ এবং রিভিউ ফরমের মূল্য ৬০০ টাকা থেকে হ্রাস করার দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ গত ৭ জুন মসিক মেয়রকে স্মারকলিপি প্রদান করেন। এসময় হোল্ডিং ট্যাক্স পূনঃনির্ধারণ এবং আপত্তি ফরমের মূল্য হ্রাসের বিষয়ে সক্রিয় বিবেচনার ঘোষণা দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামূল হক টিটু।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার