You must need to login..!
Description
শফিকুল ইসলাম ,বিএমটিভি নিউজঃ গত দুইদিনের টানা বর্ষনে এবং পাহাড়ী ঢলে ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে পানিবন্দি হয়ে পড়েছে হালুয়াঘাটের কয়েক হাজার মানুষ।
এলাকাবাসী জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধৌবাউড়ার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকায় নেতাই নদীর বেঁড়ীবাঁধ, দক্ষিণ মাইজপাড়া রহমতের বাজারের পাশের বাঁধ, ঘোঁষগাও ইউনিয়নের রায়পুর এলাকায় বাধঁ ভেঙ্গে গামারীতলা, দক্ষিণ মাইজপাড়া, ঘোঁষগাও, বাঘবেড়, পোড়াকান্দুলিয়া ও ধোবাউড়া সদর ইউনিয়নের অন্তত ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে পানিবন্দী হয়ে পড়ছে অসংখ্য মানুষ। কৃষকের সবজিক্ষেত এবং ফিসারী পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।অনেকের বাড়ীঘর তলিয়ে গেছে। গবাদি পশু নিয়ে পড়েছে বেকায়দায়।
গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জানান, ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে। প্লাবিত এলাকার বাসিন্দা ও গবাদিপশু অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। প্লাবনের শিকার স্থানীয় মানুষকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।
ধেfবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান জানান, বুধবার বিকেলে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছি। এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মধ্যে খাদ্য ও ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। বেড়িবাঁধ সংস্কারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে, টানা দুই দিনের বর্ষনে ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট সদর ইউনিয়নে রঘুনাথপুর, কৈচাপুর,নড়াইল, গোপিনগর, বিলডোড়া, ধুরাইল, আমতৈল, গাজিরভিটার কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়াও পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘরে পানি প্রবেশ করেছে।
বুধবার, হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম ও পৌর মেয়র খায়রুল আলম ভুঞা পৌর শহরের পানিবন্দি মানুষের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।