ধোবাউড়া সংবাদদাতা, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়ায় নিতাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানিতে ডুবে নিহত যুবক আব্দুল হাকিম (১৮) এর লাশ দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টার পর উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরিরা। জানা গেছে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামের মৃত আসাদুজ্জামান এর ছেলে মোঃ আব্দুল হাকিম (১৮) বুধবার সকাল ১১টার সময় পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে তলিয়ে যায়।
স্থানীয় লোকজন অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। বিকাল ৩টা ৩৭ মিনিটে খবর পেয়ে ধোবাউড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুল হক এর নেতৃত্বে একটি ডুবুরির টিম ঘটনা স্থলে উপস্থিত হয় এবং পানিতে হারিয়ে যাওয়া আব্দুল হাকিমের খোঁজ করতে থাকে এরি মধ্যে প্রায় সাড়ে চার ঘন্টা পর তাদের সাথে যুক্ত হয় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের জোরালো প্রচেষ্টার প্রায় ৬ ঘন্টা পর কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি মোঃ আব্দুল কাইয়ুম রাত ৯টা ৩০ মিনিটে আব্দুল হাকিমের লাশ উদ্ধার করে।
এই উদ্ধার কাজে ধোবাউড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুল হক এর নেতৃত্বে ডুবুরি মোঃ আব্দুল কাইয়ুমের সহযোগী হিসেবে কাজ করেছিলেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি জুম্মন আহমেদ ও ধোবাউড়া ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মীরা।
এবিষয়ে ধোবাউড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুল হক বলেন আমরা বিকাল ৩টা ৩০ মিনিটে সংবাদ পেয়ে ৩টা ৩৭ মিনিটে ঘটনা স্থলে উপস্থিত হয় এবং উদ্ধার কাজ শুরু করি, প্রায় সাড়ে চার ঘন্টা সময় চেষ্টার পর কোন সন্ধান না হওয়ায়, আমাদের সহযোগী কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরিদের আরও একটি ইউনিট আমাদের সাথে যুক্ত করি এবং দুটি ইউনিটের সমন্বয়ে দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টার পর রাত ৯.৩০ মিনিটে নিতাই নদী থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি আব্দুল কাইয়ূম।