লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহে ২৭৭ মামলায় ২ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড

লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহে ২৭৭ মামলায় ২ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ দেশজুড়ে  করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহে ২৭৭ মামলায় ২ লাখ ৩৫ হাজার ১০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জেলাজুড়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেছে।

জেলা প্রশাসন জানায়, লকডাউন বাস্তবায়নে জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ১০টি, বিজিবির ৮টি ও র‌্যাব-পুলিশের ১৮টি টিম মাঠে কাজ করে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে চলে অভিযান।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বাইরে লোকজন অবস্থান করতে পারেনি। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। কেউ বের হলে তাকে আটকিয়ে বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। অপ্রয়োজনে বের হলে মামলা দিয়ে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলাজুড়ে ম্যাজিস্ট্রেটরা ২৭৭টি মামলায় ২ লাখ ৩৫ হাজার ১০ টাকা জরিামানা আদায় করেন।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকতে হবে। লকডাউন বাস্তবায়নে আগামী দিনেও একাধিক টিম মাঠে থাকবে। অযথা বের হলে জেল হলেই জেল- জরিমানা করা হবে।

ইতিহাস ও ঐতিহ্যের  সব খবর  জানতে  bmtv.news   চ্যানেলের সাথেই থাকুন। এক্সক্লুসিভ  ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই  bmtv news  ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।