মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর শহিদের লাশ উদ্ধার

image

You must need to login..!

Description

এম এ মান্নান,বিএমটিভি নিউজ ,:ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর শহিদুল ইসলাম (২২) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টায় ফুলপুর পৌরসভার সাহাপাড়া কদমতলা সংলগ্ন খরিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শহিদের ভাই শাহীন ও প্রতিবেশি উবায়দুল তার লাশ উদ্ধার করে। শহিদ দিউ বেপারী পাড়া গ্রামের মুসলেম উদ্দিন ও হনুফা খাতুনের ছেলে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে তৃতীয়। বছরখানেক আগে তারাকান্দা উপজেলার বটতলা গ্রামের আজিজুর রহমানের মেয়ে ঝিনুককে বিবাহ করেছিল সে। ঝিনুক বর্তমানে ৭ মাসের গর্ভবতী। সন্তানের মুখ আর দেখা হলো না শহীদের। শহীদ খরিয়া নদীতে খড়া জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। তার বড়ভাই শাহীন জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহিদকে রুটি কিনে আনতে বলছিল সে। পরে শহীদ নিজে রুটি খেয়ে তাদের জন্যেও নিয়ে এসেছিল। এরপর তারা রুটি খাওয়া অবস্থায় হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজির পর আজ শুক্রবার বিকাল ৩টার দিকে নদীর যেখান থেকে সে হারিয়েছিল সেখানেই তাকে পাওয়া গেছে। মা হনুফা জানান, বেশ কিছু দিন ধরে শহিদ মৃগী রোগে ভুগছিল। বিভিন্ন জায়গা থেকে তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ আসরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমাকে এর আগে কেউ জানায়নি। তবে মৃগী রোগী থাকলে জানাজা দিতে পারে। সমস্যা নেই।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার