লকডাউনের তৃতীয় দিনে ময়মনসিংহে ৩৪৩টি মামলা ঃ ২লাখ ৯হাজার টাকা জরিমানা আদায়

image

You must need to login..!

Description

‘স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ,করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার জারিকৃত নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউনের তৃতীয় দিনে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় ভ্রাম্যমান আদালত ৩৪৩টি মামলা দিয়ে ২লাখ ৯হাজার ৩০ টাকা জরিমানা আদায় করেছে।

আজ শনিবার সকাল থেকে বিকাল ৬টা পযন্ত অভিযান চালিয়ে জেলা প্রশাসন ১৩৪ টি মামলার মাধ্যমে ৬৪ হাজার ২৭৫ টাকা জরিমানা, ও উপজেলা প্রশাসন ১৯৬ টি মামলার দিয়ে ১ লাখ ৪২ হাজার ৮৫৫ টাকা জরিমানা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ১৩ টি মামলা দিয়ে ২৭ হাজার জরিমানা আদায় করেছে।

লকডাউনের গত দু’দিনে ময়মনসিংহ জেলায় প্রথমদিনে ৫২৫টি মামলা এবং দ্বিতীয় দিনে ২৫৭ মামলাসহ মোট ৭৮২টি মামলা হয়েছে এবং ৬লাখ ১৬ হাজার ৪৪৫টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আয়েশা হক বলেন, লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১জন সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন নিয়োজিত ২৩জন ও সিটি কর্পোরেশনের ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোর থেকে অভিযান পরিচালনা করে।

এ ছাড়া লকডাউনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক।##

কড়াকড়ি অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী। ফলে রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা হয়ে গেছে।
জেলা প্রশাসনের কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া এখন আর মানুষ ঘর থেকে বের না হওয়ার অভ্যাসে পরিণত হচ্ছে। বিভাগে চার জেলায় সার্বক্ষণিক লাকডাউন পরিস্থিতির মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
মাঠ পর্যায়ের মোবাইল টীমকে মনিটরিং করতে ভোর থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ এডিএম ও এডিসিগণ ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় বাসার বাইরে যত্রতত্র অবস্থান করতে পারছেনা মানুষ। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্টে জবাবদিহিতা করতে হচ্ছে বাইরে বের হওয়া মানুষকে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার