You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১১জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় মারা যায় টাংগাইল শফিপুরের শামসুল হক(৭০), ময়মনসিংহ সদরের সালেহিন আহমেদ সাদেক(৩৫), এলাছি বেগম (৪৫),ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের সরবিন্দু (৭২),বানু চন্দ্র দাস(৫৬),ময়মনসিংহ মুক্তাগাছার নারায়ন পাল(৭৫) ।
সন্দেহজনক কোভিড উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা যান আরো ৫ জন তারা হলেন ,ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা(৯৬),মযমনসিংহ ত্রিশালের রাশিদা (৬০),গাজিপুর শ্রীপুরের হেলাল (৪০),জামালপুর সদরের আব্দুস রশিদ (৬৫),গাজিপুর শ্রীপুরের সুমতি পাল(৩৫) ।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান আরো জানান,রোগীর চাপ বাড়ায় আইসিইউ সংখ্যা বাড়ানো হয়েছে । সকাল ১০টা পর্যন্ত আইসিইউতে ২২ জন রোগী ভর্তি রয়েছে ।মোট রোগী ভর্তি রয়েছে ২৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৭জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান , শনিবার জেলায় ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।যা সংক্রমণের হার ২৫দশমিক ৬৬ শতাংশ।