দুস্থ-কর্মহীনদেরকে স্বল্পমুল্যে ১০ টাকায় দু’দিনের খাদ্যপণ্য বিতরণ উদ্বোধন করলেন ময়মনসিংহ পুলিশ সুপার

image

You must need to login..!

Description

মতিউল আলম ও শফিকুল ইসলাম বিএমটিভি নিউজঃ ‘“সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক’”এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে দুস্থ-কর্মহীন মানুষের জন্য স্বল্পমুল্যে ১০ টাকায় দু’দিনের খাদ্যপণ্য দিচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ। গত ৭ জুলাই ময়মনসিংহ পুলিশ ক্লাব প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

প্রতিদিন শতাধিক মানুষকে ১০ টাকার বিনিময়ে এসব খাদ্যপণ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি জানান, একটি পরিবারে দু’দিন চলবে সেই পরিমাণ খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত খাদ্যপণ্যের মধ্যে ছিল, ৫ কেজি চাল, এককেজি ডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধাকেজি লবণ, আলু দুইকেজি, পরিমাণমত মশলা, পেয়াজ, রসুন ও কাঁচামরিচ ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, লকডাউনের বিধিনিষেধ প্রতিপালনে রাস্তায় বের হওয়া কর্মহীন দুস্থ মানুষজনকে আমরা ঘরে ফেরত পাঠাচ্ছি। পাশাপাশি সেইসব অনাহারী পরিবারে মানবিক বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছি। সেই ভাবনা থেকে পুলিশের এই মানবিক উদ্যেগ।

পুলিশের পরিদর্শক থেকে উর্ধতন কর্মকর্তারাদের স্বেচ্চায় অনুদানের অর্থ এই কর্মসুচী হাতে নেয়া হয়েছে। কঠোর লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও জানিয়ে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহবান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
উল্লেখ্য, গত পবিত্র মাহে রমযানেও মাসব্যাপী মাত্র ২টাকায় ইফতার বিতরণ করে মানুষের মধ্যে খ্যাতি অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার