মুক্তাগাছায় চিকিৎসক মারধরের ঘটনায় যুবলীগ সভাপতির পদ হারালেন মনি

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ,,ময়মনসিংহের মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে মারধরের মামলায় জেলে যাওয়া উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনিকে সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান জেলা যুবলীগের আহ্বায়ক আজহারুল ইসলাম।
তিনি বলেন, চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে মনির বিরুদ্ধে মামলা দায়ের করায় জেলা যুবলীগ জরুরি সভায় বসে। পরে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি থেকে মাহবুবুল হক মনিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে তাকে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

উল্লেখ্য এর আগে গত মঙ্গলবার (০৬ জুলাই) রাতে ভুক্তভোগী চিকিৎসক এএইচএম সালেকিন মামুন বাদী হয়ে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতির বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা করেন।

মামলায় লাঞ্চিত চিকিৎসক অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবার নম্বরে কল করেন মাহবুবুল হক মনি। এ সময় তিনি তার মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে জানতে চান। তখন তাকে বলা হয়, বাসায় গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর মনি দলবল নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে গালিগালাজ ও মারধর করেনপরে রাতেই উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনি এবং পর দিন দুপুরে তার চার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার