পাল্টা-পাল্টি অভিযোগে মমেকের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধনঃ এম্বুলেন্স মালিক সমিতির সংবাদ সম্মেলন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে বহিরাগত অ্যাম্বুলেন্স স্ট্যান্ড প্রত্যাহার ও নারী চিকিৎসকদের যৌন হয়রানিকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (১০ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হাসপাতালের জরুরী বিভাগের সামনে যত্রতত্র বাইরের অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। অ্যাম্বুলেন্স চালকরা প্রায়ই নারী চিকিৎসকদের যৌন হয়রানি করে। অবিলম্বে হাসপাতাল চত্বর থেকে বাইরের অ্যাম্বুলেন্স সরানো এবং যৌন হয়রানিকারীদের গ্রেফতারের দাবী জানান তারা। তা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে জানান মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের ওপর ছাত্রলীগসহ দুর্বৃত্তদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যাম্বুলেন্স মালিকদের এই সংগঠন।সংবাদ সম্মেলনে মালিক সমিতির নেতারা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের কথা না শোনায় গত মঙ্গলবার পাঁচটি অ্যাম্বুলেন্সের চাবি ছিনিয়ে নেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা অ্যাম্বুলেন্স চালকদের কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ করে রাখেন তাঁরা। লাশ ও রোগী বহনের জন্য কাউকে চাঁদা দিয়ে অ্যাম্বুলেন্স ব্যবসা করবেন না জানান চালক ও মালিকেরা। অ্যাম্বুলেন্স চালকদের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি সেলিম সারোয়ার, সহসভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ বক্তব্য দেন।
গত মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদার দাবিতে অ্যাম্বুলেন্স আটকে রাখার অভিযোগ ওঠে। এ ঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ চিকিৎসক আফতাব উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার