এবার ২শতাধিক প্রতিবন্ধীর মাঝে স্বল্পমুল্যে দুদিনের আহার দিলেন -জেলা পুলিশ

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম, বিএমটিভি নিউজঃ  সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক” এ প্রতিপাদ্য নিয়ে দুঃস্থ ও কর্মহীনদের জন্য স্বপ মুল্যের দোকান ১০ টাকায় দু’দিনের আহার বিক্রি কার্যক্রমের আওতায় রবিবার  ৫ম দিনে নগরীর কাচিঝুলি মোড় সংলগ্ন ভিকোরিয়া মিশন স্কুলে জেলা পুলিশ দুইশতাধিক প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে দুদিনের আহার বিতরণ করেন। লকডাউন পরিস্থিতিতে প্রতিবন্ধিরা যেন মারাত্বক বোঝা না হয় সেই লক্ষে এগিয়ে আসেন ময়মনসিংহ জেলা পুলিশ।

প্রতিবন্ধীদের মাঝে দুদিনের আহার বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী বলেন, মানবিক পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জেলা পুলিশের আভ্যন্তরীণ সেচ্চা অনুদানের অর্থায়নে লকডাউন পরিস্থিতিতে নতুন করে বেকার, অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের পাশে দাড়িয়েছেন। সবার ঘরে রান্না ভাতের গন্ধ ছুটুক এ প্রতিপাদ্য নিয়ে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করে আসছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই আহার বিক্রি চলমান রাখার দাবি করে জেলা পুলিশ।

নগরীরকা চিঝুলি ভিক্টোরিয়া মিশন স্কুলে জেলা পুলিশ প্রতিবন্ধিদের মাঝে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করবে। এই ধারণায় বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধিরা তাদের পরিবারের সদস্যদের সহায়তায় রবিবার সকাল থেকে এসে অপো করতে থাকে। ১০ টাকা প্রতিকী মুল্যে আহার বিক্রি নয়, বিনা পয়সায় এই আহার তাদের মাঝে বিতরণ করা হবে। এমন ঘোষণায় মুহুর্তে প্রতিবন্ধিদের মাঝে বাড়তি খুশি ফিরে আসে। বিতরনকৃত খাদ্য পন্যের মধ্যে ছিল, ৫ কেজি চাল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবন, দুই কেজি আলু, পরিমানমত মশলা, পেয়াজ, রসুন ও কাচা মরিচ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ট্রাফিক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার