ময়মনসিংহে ৬০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন আর্টডক জিওসি

image

You must need to login..!

Description

 

মতিউল আলম ঃ

কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশনার আলোকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) ঈদুল ফিতরের ন্যায় ঈদুল আয্হাতেও ঈদ উপহার নিয়ে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। এরই অংশ হিসেবে আর্টডক এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রুপ এর ২১ ইষ্ট বেংগল এর তত্ত্বাবধানে ২৯ জুলাই বুধবার ময়মনসিংহ নগরীর ২৯ নং ওয়ার্ডের বাদেকল্পা এলাকার ৩০০ পরিবার এবং ৪৫ স্বতন্ত্র ফিল্ড কো¤পানী ইঞ্জিনিয়ার্স এর তত্ত্বাবধানে নগরীর ১৯ নং ওয়ার্ডের বলাশপুর, ২০ নং ওয়ার্ডের কেওয়াটখালি এবং ২১ নং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় এলাকার ৩০০ পরিবারসহ সর্বমোট ৬০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় আর্টডক জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস. এম শফিউদ্দিন আহমেদ দরিদ্র জনগোষ্ঠী ও অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও সাধ্যানুযায়ী আর্টডক কর্তৃক এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে সকলকে অবহিত করেন।

বুধবার ২৯ জুলাই দুপুরে গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষদের ঈদ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ব্যাটল গ্রুপ কমান্ডার কর্ণেল জাহেদ কামাল, ২১ ইস্ট বেংগল অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, নগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ও গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান ও সাবেক প্রধান শিক্ষক খন্দকার সুলতান আহমেদ।

ইতোমধ্যে আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ কর্তৃক বার সহ¯্রাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ, সাত সহ¯্রাধিক ফেস মাস্ক, সহস্রাধিক হ্যান্ডস্যানিটাইজারসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মেডিক্যাল ক্যা¤প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের পাশেও এসে দাঁড়িয়েছে আর্টডক। সে লক্ষ্যে কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য পিপিই, হেড কভার ও সু কভার প্রদান করা হয়েছে। করোনা সঙ্কটে ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিকট হতে সরাসরি সবজি ক্রয় এবং বিনামূল্যে সবজির বীজও বিতরণ করা হয়েছে। উলে¬খ্য আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস. এম শফিউদ্দিন আহমেদ এই মানবিক কার্যক্রমের সার্বক্ষণিক তদারকি ও নির্দেশনা প্রদান করছেন।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার