শেষ জীবনে একটি ঘরের স্বপ্ন দেখছেন অসহায় বৃদ্ধ আব্দুর রাশিদ

শেষ জীবনে একটি ঘরের স্বপ্ন দেখছেন অসহায় বৃদ্ধ আব্দুর রাশিদ

bmtv new No Comments

ধোবাউড়া সংবাদদাতা, বিএমটিভি নিউজঃ  বৃদ্ধ বয়সে আব্দুর রাশিদ জীবন জীবিকার তাগিদে দুমুঠো অণ্য জোগাড়ের চেয়েও বেশি প্রয়োজন এখন তার একটি ঘর। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে বসবাস করে আসছেন বৃদ্ধ আব্দুর রাশিদ ।একটি ঘরের আকুতি নিয়ে বিভিন্ন জনের কাছে গেলেও মেলেনি স্বপ্নের একটি ঘর। প্রধানমন্ত্রী গৃহহীনদের পাকা ঘর দিচ্ছে খবর শুনে তিনিও স্বপ্ন দেখছেন একটি ঘর পাওয়ার।
জীবনের অন্তীম লগ্নে জরাজীর্ণ ছোট্ট একটি ঘরে থেকে নতুন ঘরের স্বপ্ন এখন তার প্রবল।

ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামে অসুস্থ স্ত্রীকে নিয়ে নিজের দুই শতাংশ জমিতে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করেন তারা । তার প্রত্যাশা প্রশাসন তার স্বপ্ন করবেন।