বিপিএমপিএ আয়োজনে “ডেল্টা ভ্যারিয়েন্টঃ ডাইভার্স ট্রেন্ড অব কোভিড ১৯ ” নিয়ে আলোচনা সভা

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস এসোসিয়েশন (বিপিএমপিএ), ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে “ডেল্টা ভ্যারিয়েন্টঃ ডাইভার্স ট্রেন্ড অব কোভিড ১৯ ” বিষয়ক একাডেমিক আলোচনা অনুষ্ঠিত হয় জুম প্লাটফর্মে ।
গতকাল ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার, রাত ৯ টায় বিপিএমপিএ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ হরি শংকর দাশ এর সভাপতিত্বে একাডেমিক আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্বাচিপ এর বিপ্লবী মহাসচিব, কোভিড ১৯ জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবির, ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ শাহ আলম, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ মতিউর রহমান ভূইয়া, কমিউনিটি বেজড মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মীর্জা মাঞ্জুরুল হক ও ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম।
একাডেমিক আলোচনায় মূল বিষয়ের উপর আলোচনা করেন ডাঃ রামিম ইসলাম ইবনে নূর এবং প্যানেল অব এক্সপার্ট হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক ডাঃ সত্য রঞ্জন সূত্রধর ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হান্নান মিয়া।
সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, সাধারণ সম্পাদক বিপিএমপিএ, ময়মনসিংহ জেলা শাখা।
প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক বৃন্দ কথা বলেন এবং প্যানেল এক্সপার্টদ্বয়ের উত্তরে অনেক অজানা বিষয়ে চিকিৎসকরা সমৃদ্ধ হন।
প্রধান অতিথি তার ব্যক্তব্যে কোভিড ও ভ্যাক্সিন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে সকলকে অবহিত করেন। বিশেষ অতিথি বৃন্দ ময়মনসিংহের করোনা সংকট নিরসনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সময়োপযোগী একটি একাডেমিক আলোচনা আয়োজন করার জন্য চিকিৎসকগন বিপিএমপিএ, ময়মনসিংহ জেলা শাখাকে ধন্যবাদ জানান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার