You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ অভিযান পরিচালনা করে ভালুকা থেকে অপহৃত কবিতা আক্তারকে (১৬) বুধবার উদ্ধার করেছে। গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকার চতর বাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ভালুকার পালগাও গ্রামের কাইম উদ্দিনের কিশোরী মেয়ে কবিতা আক্তারকে (১৬) গত ৩ জুলাই সন্ধ্যায় বাড়ির পাশে তার চাচার বাড়ি যাওয়ার সময় জাহাঙ্গীর তার সহযোগীদের নিয়ে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃতার পিতা কাইম উদ্দিন আদালতে সিআর মামলা নং-৩৫/২০২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ দায়ের করেন। আদালত মামলাটির তদন্তভার পিপিআই ময়মনসিংহের উপর অর্পণ করলে পিবিআই গত ২২ জুলাই দায়িত্ব প্রাপ্ত হন।
পিবিআই আইসিটি তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃতার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার অভিযান পরিচালনা করে। পরে অপহৃতা কবিতাকে গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকার চতর বাজার থেকে উদ্ধার করে। পরে অপহৃতা কবিতাকে আদালতে নেয়া হলে তিনি ২২ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। তবে একাধিক ত্র“ত্রের মতে, কবিতার সাথে তার স্কুল সহপাঠির প্রেমের সম্পর্ক ছিল। তারা প্রেমের টানেই বাড়ি ছেড়ে পালিয়েছিল।