ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিহত মা ও আহত মেয়ে শিশুটির পরিচয় মিলেছে

image

You must need to login..!

Description

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ভৈরবে ট্রেনে কাটা পড়ে তিন খন্ড হয়ে মারা যাওয়া মা ও সাথে থাকা ২২ মাসের অজ্ঞাত মেয়ে শিশুটির পরিচয় মিলেছে। শিশুর নাম আশা মনি,মায়ের নাম আকলিমা আক্তার (২৬) । তিনি কুলিয়ারচর উপজেলার আহাম্মদপুর এলাকার এবাদত শেখের মেয়ে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভৈরব উপজেলার শম্ভুপুর রেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, উপজেলার শম্ভুপুর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই গৃহবধু মারা যায়। তবে, তার কুলে থাকা ২২ মাসের মেয়ে শিশুটি বেঁচে যায়। প্রথমে শিশুটিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হলেও তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক ওই দিনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ফেরদৌস মিয়া নামে একজন পুলিশ সদস্যকে দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মমেক হাসপাতালে বৃহস্পতিবার রাত ভর্তি করার পর বর্তমানে হাসপাতালের শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। ব্লাড ও সেলাইন দেয়া হচ্ছে। জ্ঞান এখোনো ফিরেনি। বাচ্চাটির বুকের ৮ টি হাড় ভেংগে গেছে, অবস্থা সংকটাপন্ন, সকলের দোয়া কামনা করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসন। অসহায় গুরুতর আহত অজ্ঞাত  শিশুটির খবর জানার পরপর ময়মনসিংহের মানবিক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এনামুল হক মেয়ে শিশুটির সার্বিক খোঁজখবর রাখছেন, জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সকল ব্যায় বহন করা হবে মর্মে জানান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ আয়েশা হককে প্রতিনিয়ত মনিটরিং এর জন্য দায়িত্ব দিয়েছেন। ।
তিনি মমেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সবসময়ই যোগাযোগ রেখে চলেছেন এবং মমেক এর বিশেষজ্ঞ ইউনিট সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছেন।
হাসপাতাল সমাজসেবা অফিসার ফাতেমাতুজ জোহরাকে বাচ্চাটি দেখভালের জন্য নিয়োজিত করা হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে বাচ্চাটির দেখাশোনা করছেন, এছাড়াও সাবর্ক্ষনিক দায়িত্ব পালন করছেন রেলওয়ে থানা ময়মনসিংহের একজন কনস্টেবল।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার