You must need to login..!
Description
ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী অনেক জনকল্যাণমুলক কাজ করে ছিলেন। এরমধ্যে একটি হচ্ছে শহরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের নিমিত্তে রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস স্থাপন করেছিলেন। যার নির্মাণকাল ১৮৮৯-১৮৯০ সাল। মহারাজ সূর্য্যকান্ত ১৮৮৯-১৮৯০ সালে ময়মনসিংহ শহরে জনস্বাস্থ্য ও সুপেয় পানির অভাব পূরনের জন্য ১ লাখ ৪২ হাজার ২৭৮/- টাকা ব্যয়ে রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস স্থাপন করেন। এর নির্মাণ কাজ সমাধা করতে প্রায় এক বছর সময় লেগে যায় । নির্মাণের পর প্রথম তিন বছর রাজা বাহাদুরের তত্ত্বাবধানে এটি পরিচালিত হতো।মুক্তাগাছার মহারাজ সূর্য্যকান্ত ছিলেন পত্নী-প্রেমিক। কথিত আছে তার স্ত্রী রাজ রাজেশ্বরী দেবী মৃত্যু শয্যাশায়ী অবস্থায় তাকে ডাক্তার পানি পান করা নিষেধ করেন, পানি পান করলেই নাকি রোগটি বেড়ে যাবে । পরিশেষে জল জল করেই মারা যান রাজ রাজেশ্বরী দেবী । স্ত্রী’র কষ্ট আর জল জল বলে তৃষ্ণার্ত এ মানুষটির আত্নচিৎকার সর্বদা পীড়াদায়ক হয়ে তাড়া করত মহারাজকে। পরিশেষে স্ত্রী’র প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে সম্রাট শাহজাহানের তাজমহলের মতো মহারাজ সূর্য্যকান্ত রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস স্থাপন করেন।
ইতিহাস ও ঐতিহ্যের সব খবর জানতে bmtv.news চ্যানেলের সাথেই থাকুন। এক্সক্লুসিভ ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই bmtv news ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।