
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই মোঃ জাহাঙ্গীরের (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার চর নিলক্ষিয়া গ্রামে। লাশ উদ্ধার পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করছে । ছেলের পরিবার সুত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার নন্দী গ্রামের আবদুর রহিমের ছেলে জাহাঙ্গীর ৫ বছর আগে ময়মনসিংহ সদরের চরনিলক্ষিয়া গ্রামের হযরত আলীর মেয়ে গার্মেন্টস কর্মী মুর্শিদা (২৫) কে বিয়ে করে। কিছুদিন ধরে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ছেলের পরিবারের অভিযোগ স্ত্রী মুর্শিদা আরেক জনের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এনিয়ে বিরোধ চলছিল । এরপরও ঈদুল আযহার পরদিন শুক্রবার জাহাঙ্গীর শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। শনিবার রাতে শ্বশুরালয়ে সে মারা যায়। আজ রোববার সকালে শ্বশুরবাড়ির প্রতিবেশীরা জাহাঙ্গীরের বাবা-মাকে জানায় জাহাঙ্গীর স্টোক করে রাতে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে জাহাঙ্গীরের পরিবারের লোকজন যেতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন বাধা দেয়ার অভিযোগ। ফলে ঘটনাস্থলে ছেলের পরিবারের কেউ যেতে সাহস পাচ্ছ না।
বিষয়টি স্থানীয় আইনজীবি জসিম উদ্দিন আহমেদ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদারকে অবহিত করেন। কোতায়ালী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।