
You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৯জনের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় শুধু ময়মনসিংহ জেলায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৩৮ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৯জন।
মঙ্গলবার (২৭জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫), ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুরের অজিত পন্ডিত (৭০), নেত্রকোনার শেখ ফরিদ (৩২), জামালপুরের আইনুদ্দিন (৮৫)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহের ফুলপুরের মনোয়ারা (৬০), ধোবাউড়ার ফাতেমা (৭০), মুক্তাগাছার নুরুল ইসলাম (৬০), রোকনুজ্জামান (৫০), গৌরিপুরের রাবেয়া খাতুন (৫৫), নেত্রকোনার রোমেলা (৬৫), কেন্দুয়ার মইনুল (৬০), জামালপুরের সুফিয়া বেগম (৬৮), মোঃ শওকত আলী (৬৫), রমজান (৩৫), বকশিগঞ্জের খাদিজা (৬৫), কিশোরগঞ্জের হোসেনপুরের রফিকুল (৫৫), টাংগাইলের ধানবাড়ির আবদুর রশীদ (৫৫), গাজীপুরের শ্রীপুরের রাবেয়া খাতুন (৬৪)।
এদিকে সোমবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৩৩২ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১৯৫ জন ও আরটিপিসিআর টেস্টে ১৩৭জন রয়েছেন।
এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ১৬২জন, নান্দাইলে ১৯জন, ঈশ্বরগঞ্জে ২জন, গৌরীপুরে ৭জন, ফুলপুরে ৯জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ৮জন, ধোবাউড়ায় ৪জন, মুক্তাগাছায় ৭০জন, ফুলবাড়িয়ায় ১০ জন, ত্রিশালে ১২জন, ভালুকায় ২৫জন ও গফরগাঁওয়ে ২জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ১৩১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও গত ২৪ ঘন্টায় ৭জনের মৃত্যুসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৩৯জন।