
You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার বার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের খোদেজা (৬০), আব্দুর রব (৭২), আমজাদ হোসেন (৪২), তারাকান্দার খাদিজা খাতুন (৪৩) নেত্রকোনার নুরুল হক (৮০) ।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের নিলিমা বিশ্বাস(৬২), ফিরোজা বেগম(৬০), মিহিরকান্তী সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬০), হালুয়াঘাটের আলতাফ (৬৫), জামালপুর মেলান্দর আক্কাস আলী (৭৪) ।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।
এ দিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৫৮ টি নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।