
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ চলমান লকডাউন সফল করতে ময়মনসিংহে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত ৬ দিনে জেলায় দুই হাজার ৩৫ মামলার বিপরীতে ১২ লাখ ৯শত ৯৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার ২৮শে জুলাই সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। অভিযানে স্বাস্থ্য বিধি ও সরকারী নির্দেশনা না মানায় জেলা প্রশাসনের অভিযানে- ৭২ টি মামলায় ৩৯ হাজার ৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনঃ ১৩৪ টি মামলায় জরিমানা ৯২ হাজার ৪২০/- টাকা, ময়মনসিংহ সিটি করপোরেশনঃ ৫২টি মামলায় ২০ হাজার ৮০০/- টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ময়মনসিংহ সিটি করপোরেশন বুধবার দিনভর অভিযান চালিয়ে-২৫৮ টি মামলায়
১ লাখ ৫২ হাজার ৭২০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ পুরো ময়মনসিংহ জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছেন। গত ২৩ জুলাই থেকে বুধবার রাত পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে দুই হাজার ৩৫টি।
জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে।
নগরীর বিভিন্ন এলাকা ও উপজেলাগুলোতে অকারণে বাড়ির বাইরে বের হওয়া মানুষজনকে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের কাছে। যারা বাইরে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারছেন তাদের ছাড়া হচ্ছে। বাকিদের জরিমানা করে ঘরে ফেরত পাঠানো হচ্ছে।
করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে ও ঘরে অবস্থান করতে অনুরোধ করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।