ওমর ফাউন্ডেশনের উদ্দ্যোগে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী প্রদান

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃওমর ফাউন্ডেশনের উদ্যোগে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী প্রদান করেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল ।
হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে রোগীদের চিকিৎসার ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি অক্সিজেন ফ্লোমিটার, ১০টি সিলিন্ডার ট্রলি, ৫টি অক্সিমিটার, ৫০০০টি সার্জিক্যাল মাক্স ও ১২০টি হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে প্রদান করেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ এর কাছে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ হস্তান্তর করেন সালমান ওমর রুবেল। এসময় পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালমান ওমর রুবেল বলেন, হালুয়াঘাটে মহামারী করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এ মুহূর্তে করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। বর্তমান সময়ে এ অক্সিজেন সহজলভ্য নয়। তাই করোনার এই দুঃসময়ে করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছি। বর্তমানে দেশের করোনা পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রোগীদের সুস্থ করার কাজ চালিয়ে যেতে হবে।