ফুলবাড়ীয়ায় এক নারীকে কুপিয়ে হত্যাঃ আটক ২

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধি, বিএমটিভি নিউজঃ   ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পানজাানা পালোয়ান মার্কেটের নিজ বাসায় নার্গিস বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারনা করেছে পুলিশ। র‌্যাব ১৪, সিআইডি ও পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। র‌্যাব-১৪ এর একটি টিম আরিফ হোসেন (১৭) নামের এক যুবক ও পুলিশ জনি (১৮) নামের যুবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নার্গিস বেগম পাশ্ববর্তী কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে। প্রায় ২০ বছর যাবৎ ১২ শতাংশ জমি কিনে বাসা করে বসবাস করছিল পানজানা গ্রামে। মাঝে মধ্যে তাঁর মা জুবেদা খাতুনও থাকতেন। গত দুইমাস আগে ঝগড়া হলে তাঁর মা ধামর গ্রামে চলে যান। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নার্র্গিস একাধিক বিবাহ হয়েছিল। তার একটি কন্যা সন্তান রয়েছে। দুবাই প্রবাস জীবন থেকে দেশে ফিরে পালোয়ান মার্কেট সংলগ্ন নিজ বাসায় একাই বসবাস করতেন। সম্প্রতি সময় বাজারের দোকানসহ বাড়ি বিক্রি করার জন্য বাড়ির সামনে একটি সাইনবোর্ড দিয়েছিলেন। বোন ও বোনের ছেলেদের সাথে জমি বিক্রির সাইন বোর্ড ঝুলানোর পর ঝগড়া বিবাদ চলে আসছে।
ময়মনসিংহ সিআইডির ক্রাইমসিন ইউনিটের ওসি মো: ইউসুফ জানান, খুন হওয়া নার্গিস বেগমের মাথার পেছনের অংশে ৫ টি আঘাত রয়েছে। ক্ষেত পরিস্কারের একটি রক্তাক্ত ছেঁনি লাশের পাশে পড়ে ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারনে তার মৃত্যু হয়েছে। হত্যাকান্ডের মুটিব ও আলামত দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একটি তুচ্ছ ঘটনার জের ধরে অদক্ষদের ধারা এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে।
ফুলবাড়ীয়া থানার ওসি মোল্লা জাকির জানান, হত্যাকান্ডের রহস্য উন্মেচনের জন্য আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অতি দ্রুত সময়ে আমরা হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে পারবো। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।