
You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত দুই নবজাতকের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চিকিৎসাধীন দুই নবজাতকের একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানিক মিয়া ও নিলুফা দম্পতির সন্তান। তার বয়স ২৩ দিন। অপরজন তারাকান্দা উপজেলার লিটন মিয়া ও রানু আক্তারের সন্তান। তার বয়স ১৩ দিন। দুই নবজাতকই করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত।তবে তাদের অবস্থা স্বাভাবিক রয়েছে ।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, জুলাই মাস থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন ওই দুইজন ছাড়াও আরও আট নবজাতককে মমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।