মসিকে ৩৩ ওয়ার্ডে আজ থেকে করোনার টিকা দান শুরু

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ শনিবার (৭ আগস্ট )থেকে ২৫ উর্ধ্ব ৩৩ ওয়ার্ডে দৈনিক ৬০০ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ।এ কার্যক্রম ৭,৮ ও ৯ তারিখে পযর্ন্ত চলবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় সরকার বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের গাইড লাইন অনুযায়ি মাইক্রোপ্ল্যান তৈরি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ( বেশির ভাগ স্কুল এবং কলেজ) ভ্যাকসিন সহকারে ঠিক সময়ে টিকাদান কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রে ব্যানার সরবরাহ করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবকদের টিকা নিন, সুস্থ থাকুন লিখা সম্বলিত টি শার্ট সরবরাহ করা হয়েছে,যাতে সহজে তাদেরকে টিকা গ্রহণকারিগণ চিনতে পারেন। কেন্দ্রে সমন্বয়ের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ নিয়োগের ব্যবস্থা নেয়া হয়েছে। সকল পর্যায়ের প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে। টিকা পরবর্তী বিরুপ প্রতিক্রিয়া মোকাবেলায় মেডিকেল টিম এবং এম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।প্রতিটি কেন্দ্রে মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। মেডিকেল বর্জ্য যথাসময়ে অপসারণে পরিচ্ছন্নতাকর্মী কাজ করবে।

চাহিদামাফিক টিকা সিভিল সার্জন অফিস হতে সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কমিটি গঠন করা হয়েছে।কাউন্সিলরগণ আন্তরিকতার সাথে সকল প্রস্তুতি সম্পন্ন করে অগ্রগতি জানাচ্ছেন।মসিকের মেয়র ইকরামুল হক টিটু  সার্বিক বিষয় মনিটর করছেন এবং করণীয় বিষয়ে নির্দেশনা দিচ্ছেন।বিভাগীয় কমিশনার, ডিআইজি, পরিচালক( স্বাস্থ্য), জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন মহোদয়সহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ ও সহযোগিতা নেয়া হচ্ছে সদয় অবগতি ও পরামর্শের জন্য।